20 April, 2015

চলুন দেখে আসি রবির বন্ধ সংযোগের অফার !

আসসালামু আলাইকুম, পরম করুনাময় আল্লহর নামে শুরু করছি। আশাকরি সাবাই ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি আপনাদের জানাবো রবির বন্ধ সংযোগের অফার। রবির বন্ধ সংযোগ চালু করলেই আপনি মাত্র 29(ভ্যাট প্রযোজ্য) টাকায় কিনতে পারবেন, 2000 মেগাবাইট ইন্টারনেট। যার মধ্যে প্রথম 1000 মেগাবাইট ব্যবহার করতে পারবেন রেগুলার স্পিডে এবং বাকী 1000 মেগাবাইট ব্যবহার করতে পারবেন, ফেয়ার ইউসেজ পলিসিতে।


এছাড়াও প্রতি 18 টাকা ও 68 টা রিচার্জে রযেছে স্পেশাল কলরেট। রবি থেকে রবি প্রতি মিনিট 30 পয়সা+ভ্যাট (রাত 12 টা - বিকাল 05), প্রতি মিনিট 60পয়সা+ ভ্যাট বিকাল (5ট - রাত 12টা)এবং প্রতি মিনিট 60 পয়সা+ভ্যাট যেকোন নাম্বারে দিন রাত 24 ঘন্টা। প্রতি 18 রিচার্জে এই অফার উপভোগ করতে পারবেন 7 দিন ব্যাপি এবং 68 টাকা রিচার্জে এই অফার উপভোগ করতে পারবেন 30 দিন ব্যপি।

তাছাড়াও এই অফার চলাকালীন সময়ে আপনি যত খুশি ততোবার মাত্র 29 টাকায় 2,000 MB ইন্টারনেট কিনতে পারবেন।এই প্যাটি কিনতে ডায়াল করুন *8666*29#ইন্টারনেট ব্যলেন্স চেক করতে ডায়াল করুন *8444*88#ইন্টারনেট ব্যলেন্স এর মেয়াদ ক্রয় করার দিন থেকে 5 দিন।

এই অফারটি আপনার কন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A<space>018xxxxxxxx (আপনার নাম্বার লিখে) যেকোন রবি নাম্বার থেক ফ্রি SMS করুন 8050 নাম্বারে।

অফারের বিস্তারিত পিডিএফ ফাইলে পেতে এখানে ক্লিক করুন

বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আর এখানে একটা লাইক দিয়েন

ধন্যবাদ সবাইকে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

Post a Comment

ব্লগের পোষ্ট সমুহ ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে একজন টিউনার ভালো কিছু লেখার উৎসাহ পাবে। আর অবশ্যই বাজে মন্তব্য করবেন না।