11 May, 2016

ডাউনলোড করে নিন বিজয় এর লেটেস্ট ভার্শন উইন্ডোজ 8 ও 10 এর জন্য।

পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি।

এবার কাজের কথায় আসা যাক, যার উইন্ডোজ 8 ও 10 ব্যবহার করছেন তারা নিশ্চায়ই বিজয় বাহান্ন সফটওয়্যার ব্যবহার করার সময় অনেক সমস্যার সম্মুখীন হযেছেন। এর আগে আমি এই নিয়ে একটা টিউন করে ছিলাম যেটা এখান থেকে দেখে নিতে পারেন।

আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে এলাম বিজয় বাহান্ন 2016 উইন্ডোজ 8 ও 10 এর জন্য এবং এটা ফুল ভার্শন।কোন রকম .NET Framework 3.5 এর ঝামেলা ছাড়াই আপনি এটি ইনিস্টল দিয়ে উইন্ডোজ 8 ও 10 এ ব্যবহার করতে পারবেন। স্বাভাবি ভাবে ডাউনলোড করে  উউন র‌্যার দিয়ে এক্সট্রাক্ট করুন  এবং  ইনিস্টল দিন ভিতরে সিরিয়াল কি দেওয়া আছে ফুল ভার্শন করে নিন আর আরামে কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করুন।

তো আর দেরী কিসের ডাউনলোড করে নিন এখান থেকে
কোন সমস্যা হলে টিউনমেন্ট করবেন আশাকরি।
আর এখানে একটা লাইক দিয়েন ।
ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী টিউনে। ভালো থাকবেন আশাকরি সবাই। আর একটা কথা কপি পেষ্ট বর্জন করুন এবং মানসম্মত টিউন করুন।
  • 1Blogger Comment
  • Facebook Comment

1 Comment

ব্লগের পোষ্ট সমুহ ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে একজন টিউনার ভালো কিছু লেখার উৎসাহ পাবে। আর অবশ্যই বাজে মন্তব্য করবেন না।