সবখানেই বর্তমানে এন্ড্রয়েড এর জয়জয়কার । বর্তমানে এন্ড্রয়েড এর অগনিত ব্যবহারকারী আর এর সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন্ড্রয়েডের যত্ন বিষয়ক আমাদের ধারাবাহিক টিউন । এন্ড্রয়েড এর মুল আকর্শন এর বড় বড় টাচ প্যনেলসমূহ। যা আমাদের দিচ্ছে ফোন ব্যবহারের নতুন অভিজ্ঞতা। আর আমাদের ডিভাইসগুলোতে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি আমাদের যন্ত্রনা দেয় তার মধ্যে অন্যতম হলো টাচ প্যানেল নষ্ট হওয়া । টাচ প্যানেল নষ্ট হওয়া মানেই হল আপনার ডিভাইসটি অকেজ হয়ে যাওয়া বা কোন কাজ করতে না পারা। অনেক ক্ষেত্রে টাচ প্যানেল পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক খরচ পরে যায়। তাই না জেনে অসাবধানতা বশত টাচ প্যানেলটি যাতে নষ্ট না হয় তাই এই পর্বে থাকছে এন্ড্রয়েড ডিভাইসগুলোর টাচ প্যানেল এর যত্ন বিষয়ক কিছু কথা।
একটি সাধারন টাচ প্যানেল
মোবাইলের টাচ্ পেনেল নষ্ট হওয়ার কারণগুলো দেখি ৷
১ ৷ টাচের উপর পানি পড়ে:
শুক্ষ মরিচা ধরা প্যানেল যা চোখেই পরে না
২ ৷ অতিরিক্ত চাপ প্ৰয়োগে :
চাপ বলতে টাচেৱ উপরিভাগে শক্ত জিনিস দ্বারা অথা'ৎ বল প্ৰয়োগে চাপ খেলে কানেক্টিভিটি ফল্ট করে যার দরুণ টাচ উল্টা পাল্টা কাজ কৱে, প্ৰায় জায়গাতে কাজ করয়ে কিছু জায়গাতে কাজ করে না ৷ যেমন কোন কারন বশত পকেটে থাকা অবস্থায় চাপ লাগতে পারে।৩ ৷ অতিরিক্ত তাপমাত্ৰায় :
অগুনেৱ সংস্পশ্বে ও ডিভাইস যদি অধিক গরম হয়ে গেলে টাচ্ নষ্ট হয় ৷৪ ৷ আঘাতেৱ জন্যঃ
পরে যেয়ে অথবা কোন শক্ত জিনিসে আঘাত লেগে টাচ্ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে ৷৫ ৷ ডিপ কাঁটা দাগঃ
টাচ্ পেনেলেৱ উপর সুচ, কলম ও ধারালো ছুরিকাঘাতে গভীর ভাবে দাগ পরলে টাচ্ পেনেল কাজ নাও কৱতে পারে ৷৬ ৷ সর্বপরি টাচ্ পেনেল ভেঙ্গে গেলে ঃ
ভাঙ্গা টাচ প্যানেল
ভাই আপনার এই সাইটে আনেক ভাল লাগলো
ReplyDeleteচেস্টা করব এবং সবার কাছে ছড়িয়ে দেব
ধন্যবাদ আপনাকে।
Delete